অসহায় পরিবারের বিশেষভাবে সক্ষম মেয়ের বিয়ে দিতে পাশে দাঁড়ালেন রেঞ্জার

রাজগঞ্জ, ১৩ মার্চ: এক অসহায় পরিবারের বিশেষভাবে সক্ষম মেয়ের বিয়ে দিতে পাশে দাঁড়ালেন বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। বিয়ের যৌতুক হিসেবে প্রয়োজনীয় আসবাবপত্র থেকে শুরু করে বরযাত্রীদের খাওয়ানোর জন্য খাদ্য সামগ্রী তুলে দিলেন পরিবারের হাতে।
রাজগঞ্জের বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের মন্থনি নাউয়াপাড়ার গোবিন্দ রায়ের মেয়ে প্রতিমা রায়। সে কথা বলতে পারে না এবং কানে শোনে না। গোবিন্দ বাবু রিক্সাভ্যান চালিয়ে কোনরকম সংসার চালান। অনেক চেষ্টার পর মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজে পান। পাত্র মান্তাদারি গেটবাজারের সুরেশ রায়। দিনমজুর সুরেশও কথা বলতে পারেন না। কিন্তু মেয়ের বিয়ের দিনক্ষণ ঠিক হলেও খরচ জোগাড় করতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দেন রেঞ্জার সঞ্জয় দত্ত। শুক্রবার সন্ধ্যায় বিয়ে। তার আগেই নিজে গিয়ে খাট, ড্রেসিং টেবিল ছাড়াও চাল, ডাল, মাছ, মিষ্টি সহ খাদ্য সামগ্রী পরিবারটির হাতে তুলে দেন। প্রয়োজনে আরও সাহায্যের আশ্বাস দেন।