এইচ. এন. ডেস্ক, ১২ মার্চ: হুগলি নদীতে ডুবে গেল এমভি মমতাময়ী মা নামে বাংলাদেশের একটি মালবাহী জাহাজ ( বার্জ )। মাঝ নদীতে কলকাতা পোর্ট ট্রাস্টের জাহাজের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে । কয়েক ঘণ্টার মধ্যেই বজবজের কাছে হুগলি নদীতে ডুবে যায় জাহাজটি। উদ্ধার করা হয়েছে বার্জের ১৩ জন নাবিককে। তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে খাদ্য বস্ত্র দিয়ে সব রকম সহযোগিতা করা হচ্ছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বজবজ থেকে ফ্লাইঅ্যাশ নিয়ে বাংলাদেশের দিকে রওনা দিয়েছিল বাংলাদেশের এমভি মমতাময়ী মা। ওই সময় উলটো দিক থেকে আসা পোর্ট ট্রাস্টের একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। যে জায়গায় দুর্ঘটনাটি ঘটে সেখানে নদীর চর থাকায় পোর্ট ট্রাস্টের জাহাজ থেকে বাংলাদেশের ওই জাহাজকে সতর্ক করা হয়। কিন্তু টা না-পারায় ধাক্কা লাগে দুই জাহাজের। সংঘর্ষের ফলে বাংলাদেশের জাহাজটি দাঁড়িয়ে পড়ে। পোর্ট ট্রাস্টের জাহাজটি ডায়মন্ড হারবারের দিকে চলে যায়। এরপর উপকূলরক্ষী বাহিনীর জাহাজ, মহেশতলা থানার পুলিশ ও স্থানীয়রা বাংলাদেশি জাহাজের নাবিকদের উদ্ধার করেন।