শিলিগুড়িতে একসঙ্গে বসল ৫ কবির মূর্তি

শিলিগুড়ি, ১২ মার্চ: শিলিগুড়িতে একসঙ্গে দেখা মিলবে পাঁচ কবির মূর্তি।শহরের ১৩ নম্বর ওয়ার্ডে বসানো হয়েছে এই মূর্তি। পাঁচটি মূর্তি রয়েছে একই জায়গায়। বৃহস্পতিবার এই মূর্তির আবরণ উন্মোচন করবেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। ১৩ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে সেবকরোড এর পাশে সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে সকল নাগরিকরা থাকবেন। জানা গেছ, ১৩ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকেই এই মূর্তি বসানো হয়। এখানে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, আচার্য ভানুভক্ত, তুলসীদাস, বীভাই সিং।