ভয়ঙ্কর আগুনে পুড়ে ছাই হচ্ছে বস্তির বাড়িঘর

মিরপুর, ১১ মার্চ: ভয়াবহ আগুন। একের পর এক ঘর জ্বলে যাচ্ছে। নিমিষেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে। নিয়ন্ত্রণের কোনও আশা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। রূপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে চলছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে এ আগুন লাগে।
প্রথমে অল্প ধোঁয়া। এর পর দাউ দাউ করে জ্বলে ওঠে। স্থানীয়রা হাত লাগলেও কোনও কাজে আসেনি। বস্তির ভেতরে গাড়ি যেতে পারেনি। শেষে আশেপাশের বাড়ি থেকে জল দেওয়ার চেষ্টা হয়।
এক এক করে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে আরও ৯টি ইউনিট যোগ হয়ে মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তারপরে আরও আসে। এভাবেই একসময় ২২ থেকে ২৫ টি ইউনিট আসে। তাদের সঙ্গে সাধারণ মানুষও যে যার মতো জল ও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনে পুরো বস্তিটি পুড়ে গেলেও তা শেষ খবর পাওয়া পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। এই আগুন আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়ায় তাতে।
কয়েকমাস আগেও মিরপুরের চলন্তিকা বস্তিতে আরেকবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গত বছরের ১৬ আগস্ট সন্ধ্যায় মিরপুর ৭ নম্বরে রূপনগর থানার পেছনের বস্তিতেও আগুন লাগে। মিরপুরের চলন্তিকা মোড় থেকে রূপনগর আবাসিক এলাকা পর্যন্ত ঝিলের ওপর কাঠের পাটাতন দিয়ে ছোট ছোট ঘর বানিয়ে গড়ে তোলা এই বস্তিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগে ওই বস্তির দুই হাজারের বেশি ঘরের প্রায় সব কটিই পুড়ে যায় সে অগ্নিকাণ্ডে।
বাংলাদেশের ঢাকার মিরপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের কর্মীরা লড়াই করে চলছেন। এনিয়ে ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লাগে। স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের ২২ টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা আগুন নেভানোর চেষ্টা করে। আগুন লাগার কারণ ও এর সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শুরু করেছে দমকল। আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্নজন এলাকায় যাচ্ছে। তার সহানুভূতি ছাড়া আর কিছু দেখাতে পারছে না।