প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি আলোচনা নিশীথ প্রামানিকের

কোচবিহার, ৫ মার্চ: উত্তরবঙ্গ তথা কোচবিহার জেলার কোচ কামতা লোকসংস্কৃতি নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আলোচনা করলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক। প্রধানমন্ত্রীর সঙ্গে উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন। তুলে দেন দাবিপত্র। সেইসঙ্গে উপহার দিলেন বিগ্রহ।
বাংলার উপর বিশেষ মর্যাদা দিতে বাংলার ১৮ জন বিজেপির সাংসদ দের সঙ্গে ধাপে ধাপে বিভিন্ন উন্নয়ন ,শিল্প,বিকাশ ,এবং বাংলার মানুষের বিভিন্ন সমস্যার কথা এইসব বিষয়ে প্রধানমন্ত্রী স্বয়ং নিজের দপ্তরে তাদের সঙ্গে এইসব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে চর্চা করছেন। কোচবিহারের বিজেপির যুব সাংসদ নিথিশ প্রামাণিকের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচবিহারের বিভিন্ন বিষয়,ভাষা , সংস্কৃতি উন্নয়ণ, সহ বিভিন্ন সমস্যার কথা শোনেন। তা বিজেপি সাংসদ তুলে ধরলেন এবং প্রধানমন্ত্রীকে কোচবিহারের ঐতিহ্যের মদনমোহন ঠাকুরবাড়ির একটি ছোট্ট গোপাল ঠাকুর উপহার হিসেবে তুলে দিলেন। প্রধানমন্ত্রী কোচবিহার তথা উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে জোর দেন।