করোনার সংক্রমণ ঠেকাতে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন বারেবারে হাত ধোয়ার জন্য। এজন্য সতর্ক থাকতে বলা হয়েছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ না আসতে তার সঙ্গে হাত মেলানো তথা হ্যান্ডশেক করা যাবেনা। শুধু তাই নয়, বিরত থাকতে হবে কোলাকুলি করার থেকেও। পৃথিবীর বিভিন্ন দেশে সৌজন্যতা জানানোর বিভিন্ন রকম ভঙ্গি রয়েছে। তার মধ্যে হ্যান্ডস্যাক প্রায় সারা বিশ্বেই প্রচলিত। তাই সবার আগে এই হ্যান্ডস্যাক করা থেকে বিরত থাকতে হবে।বলছেন চিকিৎসকরাই। হাতের মাধ্যমে এই রোগ তথা মারন ভাইরাস এক থেকে অন্য শরীরে ছড়িয়ে পড়ে।তাই কোলাকুলির বিষয়েও সতর্ক রয়েছে। অন্তত আক্রান্ত ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখতে গিয়ে কোলাকুলি করা যাবেনা। তাই বিভিন্ন দেশ এই সৌজন্যতা দেখাতে গিয়ে নানা পদ্ধতি বের করেছে।এদিকে সবকিছুর ঊর্ধ্বে এখনো ছাড় পেয়েছে নমস্কার করা। ভারতীয় উপমহাদেশের এই নমস্কার এখন বিভিন্ন দেশে করে। তাই দূর থেকেও নমস্কার জানানো যায়। এতে সংক্রমণে কোন সংশয় নেই। তাই নমস্কারকেই এখন বিভিন্ন দেশ বেছে নিতে চাইছে। বিশ্বজুড়ে করোনার সংক্রমণ ছেয়ে গেলেও সৌজন্যতা দেখানোর পদ্ধতি হিসেবে নমস্কারই এখনও সেরা।