জলপাইগুড়ি, ৪ মার্চ: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি এলাকার হুসলুরডাঙ্গার প্রয়াত তৃণমূল নেতা ভোম্বল ঘোষের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের পূর্ত, ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী অরুপ বিশ্বাস এবং পর্যটন মন্ত্রী গৌতম দেব। বুধবার দুই মন্ত্রী দলের প্রয়াত নেতার বাড়িতে পৌঁছান। পরিবারের হাতে তুলে দেন আর্থিক সাহায্য। সে সময় ভোম্বল ঘোষের মা কাননবালাদেবী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়া পরিবারের এক জনকে সরকারি চাকরির দাবিও জানান।
মন্ত্রী অরুপ বিশ্বাস বলেন, ভোম্বলকে খুন করে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না। আমরা ভোম্বলের পরিবারের পাশে আছি। বিজেপির জল্লাদ বাহিনী আমাদের ভোম্বলকে খুন করেছে। আমরা জেলা পুলিশকে বলেছি যারা এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে।
প্রসঙ্গত, সম্প্রতি ওই তৃণমূল নেতা খুন হয়। দলের পক্ষ থেকে অভিযোগের আঙুল তোলা হয়েছে বিজেপির দিকে।