এইচ.এন. ডেস্ক, ২৪ মার্চ: ভারতেও মিলেছে করোনা ভাইরাস। যদিও পর্যটকের শরীরে মিলেছে করোনা ভাইরাস। তাই ভারতের প্রত্যেকটি বিমানবন্দরকে সতর্ক করা হয়েছে। বিমান যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষার পর ছাড়া হচ্ছে। ভাইরাসের কণামাত্র সন্দেহ হলে নিয়ে যাওয়া হচ্ছে আইসোলেশনে। নতুন করে ভারতে আসা ১৫ জন ইতালিয়ান পর্যটকের শরীরে মিলেছে করোনা ভাইরাস। তাদের শরীরে ভাইরাসের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে এইমস। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। এই নিয়ে ভারতে মোট ২১ জনের শরীরে মিলল এই ভাইরাস। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের কোন কারণ নেই। ব্যবস্থা করা আছে।