করোনার আতঙ্কে খাবার মজুতের ধুম পড়েছে

এম, দিলীপ, ইতালি, ২৯ ফেব্রুয়ারি:‌ ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্বে তৃতীয় অবস্থানে। সর্বশেষ মৃত্যু ৩০ ছাড়িয়েছে। সর্বমোট আক্রান্ত ১৫০০ জনের উপরে। তবে এই ভাইরাসে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিয়ে প্রায় ৫০ জন সুস্থ হয়েছেন। কিন্তু আরও ১০৫ জনের অবস্থা আশঙ্কাজনক। লাজ্জিওতে অর্থাৎ রোম, রিয়েতি, ফ্রসিননে, লাতিনা এবং ভিতেরবো এই ৫ টি জেলা নিয়ে লাজ্জিও বিভাগ যেখানে ৩ জন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল তাদের মধ্যে দুজন নেত্তুনো এবং একজন ফ্রসিননের যিনি ট্যুরিষ্ট বাসের ড্রাইভার ছিলেন। সুসংবাদ এরা ৩ জনই আশঙ্কামুক্ত। সুতরাং লাজ্জিওতে বর্তমানে আর কোন নতুন রোগীর সংখ্যা মেলেনি।
এদিকে কোরোনার আতঙ্কে ইতালির ব্যবসা বাণিজ্য লাটে উঠেছে। শুনশান রাস্তাঘাট। বাজারে লোকজন নেই। এতে প্রবাসীরা সমস্যায় পড়ছেন। অনেক বংলাদেশী ও ভারতীয় ইতালিতে গিয়ে ছোট ব্যবসা করেন। তারাও এখন গৃহবন্দি। উত্তর ইতালিতেও খাবার দোকান এবং ফার্মাসী বাদে সবকিছুই বন্ধ রয়েছে। মিলানোতে সকল স্কুল, বিশ্ববিদ্যালয়, সিনেমা হল, মিউজিয়াম এমনকি প্রধান আকর্ষণ দোমো বন্ধ রয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের সকল ইভেন্ট, ফুটবল, রাগবিসহ সকল খেলা স্থগিত করা হয়েছে। তবে কোনও বাংলাদেশীর আক্রান্তের খবর নেই।
এদিকে করোনার কারণে খাবার দোকানেও ফাঁকা। অগ্রিম সংগ্রহ করে রাখার ধুম পড়ছে। সর্বত্রই দোকানে মালপত্র কম। কোথাও আবার দোকান বন্দ। মিলান শহরের ভেতরে তেমন একটি সুপার মার্কেটগুলার ছবি।
এই প্রথম এমন ভাবে সুপার মার্কেটে খাবার শূন্য হয়ে গেছে ইতালিতে। সবাই এডভান্স বাজার করে নিচ্ছে।
করোনা ভাইরাস আতঙ্কে ঘর থেকে বাহির হতেই ভয় লাগে তাই।