মার্চ মাসের মধ্যে উত্তরবঙ্গের ছোট চা বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধি হবে!

জলপাইগুড়ি, ১ মার্চঃ এই মাসের মধ্যে উত্তরবঙ্গের ছোট চা বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধি হবে । শ্রমিক সংগঠনের সঙ্গে ক্ষুদ্র চা চাষি সংগঠনের মজুরি বৃদ্ধির আলোচনা ফলপ্রসূ হয়েছে । এখন শুধু চূড়ান্ত হওয়ার অপেক্ষা । রবিবার রাজগঞ্জে আইএনটিইউসির এক সভায় একথা জানান সংগঠনের উত্তরবঙ্গের চেয়ারম্যান অলোক চক্রবর্তী । বর্তমানে ছোট চা বাগানের শ্রমিকরা মাত্র ১৫০ টাকা মজুরি পাচ্ছেন । মজুরি বৃদ্ধি হলে উত্তরবঙ্গের প্রায় দুই লক্ষ শ্রমিক উপকৃত হবেন ।
এদিন রাজগঞ্জের ধর্মশালায় কর্মীসভার আয়োজন করে ইনটাকের জলপাইগুড়ি জেলা কমিটি । এই মজুরি বৃদ্ধি হলে উত্তরবঙ্গের প্রায় পঞ্চাশ হাজার চা বাগানের প্রায় দুই লক্ষ শ্রমিক উপকৃত হবেন । তারা বর্তমানে মাত্র ১৫০ টাকা মজুরি পাচ্ছেন । এদিন অলোক চক্রবর্তী বলেন, অনেক আন্দোলনের চাপে সরকার অন্তর্বর্তীকালিন কিছুটা মজুরি করলেও ছোট চা বাগানের শ্রমিকরা বঞ্চিত । এই শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য শ্রমিক সংগঠনের তরফে অনেক দিন থেকে আন্দোলন করা হচ্ছে । মালিক সংগঠনের সঙ্গে একাধিকবার বৈঠকের পর সম্প্রতি বৈঠক ফলপ্রসূ হয়েছে । আবারও বৈঠক হবে ।  এই মার্চ মাস থেকে উত্তরবঙ্গের ছোট চা বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধি হবে । এব্যাপারে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী বলেন, আমরাও চাই শ্রমিকদের মজুরি বৃদ্ধি হোক । কিন্তু চা পাতার ন্যায্য দাম পাওয়ায় মালিকরাও ক্ষতির সন্মুখিন । তবুও শ্রমিকদের সমস্যার কথা চিন্তা করে মজুরি বৃদ্ধি করা হবে । মার্চ মাসের মধ্যে ফয়সালা হয়ে যাবে । তবে উত্তরবঙ্গের সব শ্রমিকরা সমান মজুরি পাবেন । এদিনের সভায় অন্যান্য নেতৃত্বরা রাজ্য সরকারের বিভিন্ন নীতি ও কেন্দ্র সরকারের বিভিন্ন সংস্থা বেসরকারি করণের প্রতিবাদ করেন । সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মাকারুজ্জামান কামার, রাজ্য সম্পাদক তপন ঘোষ, জলপাইগুড়ি জেলা সভাপতি দেবব্রত নাগ, দার্জিলিং জেলার সভাপতি তপন দাস প্রমুখ ।