রাজগঞ্জ, ২১ নভেম্বর: অবৈধভাবে টাকা নিয়ে আধার কার্ড করে দেওয়ার অভিযোগে দুই যুবককে পুলিশের হাতে তুলে দিলেন রাজগঞ্জের বিডিও। ওই দুই যুবক হল চাউলহাটির তাইমুল হক এবং জহুরীর ডাঙ্গাপাড়ার
জারজিস হুসেন বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের এক চা বাগান এলাকায় বহিরাগত দুই যুবক আধার কার্ড করে দেওয়ার নাম করে টাকা তুলছিল। ফরম পূরণ করার জন্য ৫০ টাকা এবং আধার কার্ড দেওয়ার সময় ৩০০ টাকা করে নিচ্ছিল বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিডিও এন সি শেরপা। ওই যুবকদের কাছে আধার কার্ড তৈরি করার বৈধ নথি না থাকায় নিজের গাড়িতে করে থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেন। এছাড়া এই চক্রের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর জন্য গ্রাম পঞ্চায়েত প্রধানকে নির্দেশ দেন।