মালদা, ১৫ জুন: মাঝ রাতে মা ও মেয়েকে বেহুশ করে শরীর থেকে অলংকার নিয়ে পালালো দুষ্কৃতীরা । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের ধরমপুর বাজার এলাকায় । শুধু সোনার অলংকার নয়, প্রায় ২০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ কিছু নথিও নিয়ে যায় বলে অভিযোগ । ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ ।
পরিবার সূএে জানা গেছে, জোসনারা বিবি এবং তার মেয়ে একটি ঘরে ঘুমিয়ে ছিলেন । গভীর রাতে দুষ্কৃতীরা ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ের শরীর থেকে গহনা খুলে নেয় । এমনকি ঘরের আলমারি ভেঙ্গে সোনার গহনা, নগদ প্রায় ২০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ কিছু নথি নিয়ে চম্পট দেয় । পরিবারের সদস্যদের দাবি, নেশা জাতীয় দ্রব্য শুকিয়ে অচৈতন্য করে দুষ্কৃতীরা চুরি করে পালিয়েছে । তাই তারা বুঝতে পারেন নি । ঘুম ভেঙে যাওয়ার পর চুরির ঘটনা দেখে তাজ্জব হয়ে যান । বিষয়টি পুলিশকে জানানো হয় । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে ।