⭕দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

এইচ.এন.ডেস্ক, ২৫ জুলাই: ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। তাকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমনা। প্রথমবার কোন আদিবাসী সমাজের প্রতিনিধি হিসেবে শপথ গ্রহণ করেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)
শপথ গ্রহণের আগে দ্রৌপদী পৌঁছেছিলেন রাজঘাটে। সেখানে তিনি জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান। এরপর তিনি রাষ্ট্রপতি ভবনে যান সেখানে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং তার স্ত্রী সবিতা কোবিন্দ আগামী দিনের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানান।  দ্রৌপদী মুর্মু সংসদের সেন্ট্রাল হলে ঢোকার সাথে সাথে জাতীয় সংগীত বেজে ওঠে। এরপর দ্রৌপদী মুর্মুকে শপথ পাঠ করান দেশের শীর্ষ আদালতের মুখ্য বিচারপতি এন ভি রামানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু ও লোকসভার স্পিকার ওম বিডলা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে জয়ী হয়েছেন দ্রৌপদী মুর্মু। দেশের প্রথম উপজাতি এবং দ্বিতীয় মহিলা হিসেবে শীর্ষ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে তিনি ইতিহাস রচনা করেন।