‌ শিলিগুড়িতে বিজেপি নেতার বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় অভিযোগ

শিলিগুড়ি, ১০ ডিসেম্বর:‌ নোট বাতিল নিয়ে বিজেপি’‌র রাজ্য কমিটির সদস্য অলোক সেনের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছিল তৃণমূল। এবার ওই বিজেপি নেতার বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করল তারা। এই ঘটনার তদন্তের দাবি করা হয়েছে। মঙ্গলবার ফুলবাড়ি–১ নম্বর অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ করা করা হয়েছে। অঞ্চল তৃণমূলের সভাপতি তপন সিংহ বলেন, ‘‌আমরা অবিলম্বে এই ধরণের বিভ্রান্তিমূলক প্রচার বন্ধের দাবি করেছি। পাশাপাশি নোট বাতিল নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে এই বিজেপি নেতার কোনও জোগসাজেশ থেকে থাকে তবে তাকে গ্রেপ্তার করতে হবে।’‌ যদিও ওই বিজেপি নেতা অলোক সেন বলেন, ‘‌আমার কোনও কথা নয়, বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মাধ্যমে অনেকের মতো আমিও জেনেছি। সেটাই পরিচিতদের সঙ্গে আলোচনা করেছি। কেউ কেউ এটা নিয়ে রাজনীতি করছেন। এনিয়ে আমার বেশি কিছু বলার নেই। মানুষ সবই বোঝেন।’‌
কদিন থেকে দু–হাজার টাকার নোট বাতিল নিয়ে বিজেপি’‌র রাজ্য কমিটির ওই সদস্য’‌র বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ওঠে। ডাবগ্রাম–ফুলবাড়ির বকরাভিটার বাসিন্দা ওই বিতর্কিত বিজেপি নেতা অলোক সেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জনকে এই নোট বাতিলের কথা বলেছেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপে তা পোস্ট করেছেন। তিনি ওই নোট ব্যাঙ্কে জমা দেওয়ার আর্জি জানান। এসএমএসে তিনি জানিয়েছেন, ২০০০ টাকার নোট বন্ধ হচ্ছে। এবার রিজার্ভ ব্যাংক ১০০০ টাকার নোট আনতে চলেছে। তাই অতি দ্রুত ব্যাংকে গিয়ে ওই ২০০০ টাকার নোট জমা দিয়ে দিন। বিজেপি নেতার এমন বার্তা ঘিরেই বিতর্ক। উঠে আসছে ২০১৬ সালের নোট বাতিলের প্রসঙ্গ। কালো টাকা উদ্ধার সহ একাধিক ইস্যুতে এই নোট বাতিলের আগে অনেক বিজেপি নেতা টাকা ব্যাঙ্কে জমা দিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠে। এবার বিজেপি’‌র রাজ্য কমিটির এই সদস্য এভাবে আগেভাগে নোট বাতিলের কথা বলে বার্তা দেওয়ায় তাকে কাঠগড়ায় দাঁড় করায় তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় প্রশ্ন তোলা হয়েছে। তবে কী ওই বিজেপি নেতারা আগে থেকে জেনে যাচ্ছেন সরকারি গোপন কথা?‌ আর যার ফলে সতর্ক হয়ে যাচ্ছেন তারা। এদিন অঞ্চল তৃণমূলের সভাপতি তপন সিংহ, ডাবগ্রাম–ফুলবাড়ি ব্লক যুব তৃণমূলের সভাপতি গৌতম গোস্বামী, কিশোর মণ্ডল, সঞ্জয় বিশ্বাস, রামপ্রসাদ মণ্ডলের নেতৃত্বে মিছিল করে গিয়ে অভিযোগ করা হয়। সাইবার সেল এই অভিযোগ পেয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে তারা। যদিও ওই বিজেপি নেতা অলোক সেন বলেন, ‘‌আমার কোনও কথা নয়, কেউ কেউ অহেতুক এটা নিয়ে রাজনীতি করছেন।’