Home রাজ্য উত্তরবঙ্গ ৮৫ কেজি গাঁজা সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

৮৫ কেজি গাঁজা সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

জলপাইগুড়ি, ১৪ মার্চ: আগরতলা থেকে বিহারে পাচারের পথে ৮৫ কেজি গাঁজা উদ্ধার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। জলপাইগুড়ি শহর সংলগ্ন জাতীয় সড়কে গোশালা মোড় থেকে উদ্ধার হয়। দুটি চার চাকার ছোট বিলাসবহুল যাত্রীবাহী গাড়িতে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। এই গাঁজা পাচারের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল দিনহাটার সুভাষ রায় ও উত্তম রায়, ত্রিপুরার দেব বর্মা ও শিলিগুড়ির বাবলু বসাক।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযানে নেমে ৮৫ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। পাচারের কাজে ব্যবহৃত দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।