৭০০ দুস্থকে মাংস ভাত খাওয়ালেন বেলাকোবা রেঞ্জ অফিসের বনকর্মীরা

রাজগঞ্জ ৫ এপ্রিলঃ দুস্থ পরিবারগুলিকে মাংস ভাত খাওয়ালেন বেলাকোবা রেঞ্জ অফিসের বনকর্মীরা। রবিবার প্রায় ৭০০ জনকে মুরগির মাংস সহযোগে ভাত খাওয়ানো হয়।
রাজগঞ্জের সরস্বতীপুর এলাকার বাসিন্দারা মূলত চা বাগান ও শ্রমিক দিনমজুর। লকডাউনের কারণে তাদের রোজগার বন্ধ হয়ে গিয়েছে। ফলে সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন শ্রমিক ও বনবস্তির মানুষ। তাই রবিবার বেলাকোবা রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের উদ্যোগে চা বাগানের শ্রমিক ও এলাকার বনবস্তি বাসিন্দাদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়। প্রায় ৭০০ শ্রমিকের হাতে মাংস সহযোগে ভাতের প্যাকেট তুলে দেওয়ার পাশাপাশি ৩০০ সাবান দেওয়া হয় পরিবারগুলিকে।