৫০০ টাকা ঢুকেছে ব্যাংক একাউন্টে

রানিডাঙ্গা, ৯ এপ্রিল: ব্যাংক একাউন্টে টাকা ঢুকেছে। আর সেই টাকা তুলতেই ব্যাংকের সামনে ভিড় করছেন গ্রাহকরা। জানা গেছে জনধন যোজনায় জিরো ব্যালেন্স একাউন্ট এ ৫০০ টাকা করে দিয়েছে কেন্দ্র। লকডাউনের এই পরিস্থিতিতে ৫০০ টাকাই অনেক। এটা ভেবেই অনেকেই সে টাকা তুলতে হাজির হচ্ছেন ব্যাংকে। যে কারণে ভিড় বাড়ছে। শিলিগুড়ির কাছে রানিডাঙ্গা বাজারের একটি ব্যাংকের সামনে তাতে হিমশিম খেতে হয়েছে। লাইন ঠিক করে সামাল দেওয়ার চেষ্টা করে। এব্যাপারে গ্রাহকদের ও সচেতন হওয়ার জন্য বলা হয়েছে বিশেষ করে সামাজিক দূরত্ব বজায় রেখেই টাকা তুলতে আবেদন করা হয়েছে পুলিশ এবং ব্যাংকের পক্ষ থেকেও।