Home রাজ্য উত্তরবঙ্গ ৪৮ ঘন্টার মধ্যে বর্ষা ঢুকবে উত্তরবঙ্গে

৪৮ ঘন্টার মধ্যে বর্ষা ঢুকবে উত্তরবঙ্গে

এইচ.এন.ডেস্ক, ১১ জুন: কিছুদিন থেকে দাবদাহ চলছে উত্তরবঙ্গে। অতিষ্ঠ সাধারণ মানুষ। এবার রেহাই পেতে চলেছে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত। আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গে বর্ষা ঢুকবে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে একদিন বাদে। এছাড়া ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।
আজ রাত থেকে উত্তরবঙ্গের কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে কয়েকদিন ধরে চলা তীব্র গরম থেকে মুক্তি মিলতে পারে। সেই দিকেই তাকিয়ে উত্তর বঙ্গবাসী।