Home দেশ ৩ মে পর্যন্ত বাড়ছে লকডাউন

৩ মে পর্যন্ত বাড়ছে লকডাউন

দিল্লি, ১৪ এপ্রিল: করোনা নিয়ে এবার আরও কড়া হচ্ছে দেশ, কেন্দ্র। সিদ্ধান্ত নিচ্ছে ভারত যেভাবে লড়াই করে করোনার বিরুদ্ধে এগিয়ে চলেছে। এই লড়াইটা জারি রাখতে হবে। তাই লকডাউন বাড়ানো হচ্ছে। সমাধানের পথ বরে করতে ৩ মে পর্যন্ত বাড়ছে লকডাউন। তবে ২০ এপ্রিল পর্যন্ত অনেকগুলো বিষয় দেখা হবে। তার মধ্যে যে সমস্ত হটস্পট রয়েছে তা কমানোর উদ্যোগ নিতে হবে। বিভিন্ন রাজ্য এগিয়ে আসবে। এজন্য যে ভাল কাজ করবে সেই এলাকায় ২০ এপ্রিলের জরুরি ভিত্তিতে শর্তসাপেক্ষ কিছু যানবাহন চালানোর অনুমতি দেওয়া হবে। সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্র সরকার যৌথ এই কাজ করবে। করোনার বিরুদ্ধে লড়তে হবে। স্বাস্থ্য, পরিবহন এবং গরীব মানুষদের পাশে দাঁড়াতে হবে। বুধবার এ নিয়ে একটি গাইডলাইন প্রকাশ করা হবে তাতে পরিস্কার বলে দেওয়া হবে। কিভাবে কি সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এবং রাজ্য তবে মানতে হবে। কঠোর পদক্ষেপ নিতে হবে পুলিশ প্রশাসনকে। আজ মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণে বলেন তিনি। তিনি ভাষণে অনেক নির্দেশিকার পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেন এই পরিস্থিতিতে কাউকে কর্মচ্যুত কিংবা চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। এই সময় লড়তে হবে সবাইকেই। যাতে কোনো গরিব মানুষ এবং কেউ চাকরি হারিয়ে সমস্যা না পরে। কাউকে যাতে চাকরি হারাতে না হয় তত স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রীর।