শিলিগুড়ি, ২৬ ডিসেম্বরঃ মেয়াদ উত্তীর্ণ পুরনো টোটো অটো রাস্তা থেকে তুলে ফেলতে করা সিদ্ধান্ত এবার। ৩১ ডিসেম্বরের মধ্যে রাস্তায় আর নামতে দেওয়া হবে না এই সমস্ত টোটো ও সিটি আউট। নির্দেশিকা না মানলে নেওয়া কড়া পদক্ষেপ। শিলিগুড়িতে মৈনাক টুরিস্ট লজে পরিবহণ দফতরের আধিকারিকদের পাশাপাশি সিটি অটো মালিক এবং টোটো মালিকদের সঙ্গে বৈঠক করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, চলতি মাসের ৩১ তারিখের পর কোন পুরনো অটো এবং টোটো শিলিগুড়ি রাস্তায় চলবে না। শুধু তাই নয় তার পাশাপাশি টিন নাম্বার যুক্ত পুরনো টোটো গুলি কেউ পথে নামানো যাবে না। অনেক সময় দেওয়া হয়। এর পর না মানলে প্রশাসন করা পদক্ষেপ নেবে। এই নির্দেশিকা না মানা হলে আমি নিজেই পথে নামব। এই সময়ের মধ্যে তাই পুরোনো টোটো ও অটো জমা দিতে হবে।