Home দেশ ২২ মার্চ থেকে চালু হচ্ছে ভারতীয় রেলের ‘গোল্ডেন ট্রেন’

২২ মার্চ থেকে চালু হচ্ছে ভারতীয় রেলের ‘গোল্ডেন ট্রেন’

এইচ.এন. ডেস্ক: ভারতীয় রেলের তালিকায় এবার ‘গোল্ডেন ট্রেন’। বিলাসবহুল এই গোল্ডেন চ্যারিয়ট চালু হবে ২২ মার্চ থেকে। প্রাইড অফ কর্নাটক সফর চলবে ২২ মার্চ, ২৯ মার্চ ও ১২ এপ্রিল। যশবন্তপুর রেল স্টেশন থেকে সকালে যাত্রা শুরু করে বন্দিপুর জাতীয় উদ্যান, মাইসোর, হ্যালেবিডু, চিকমাগালুর, হাম্পি, বাদামি-পাট্টাডাকাল-আইহোল ও গোয়ায় যাবে। তারপর ফিরে আসবে বেঙ্গালুরুতে। ট্রেনটির নতুনভাবে সাজানো হয়েছে। আন্তর্জাতিক ব্র্যান্ডের জিনিসপত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।
এছাড়া স্মার্ট টিভি সেট, তাতে ইচ্ছেমত দেখা যাবে নেটফ্লিক্স, অ্যামাজন ও হটস্টার। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। হয়েছে অগ্নি নির্বাপক যন্ত্র। আনা হয়েছে অভিজ্ঞ শেফদের। দেশি থেকে আন্তর্জাতিক খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকবে।