জলপাইগুড়ি, ৩ এপ্রিল: রেশন থেকে খাদ্য সামগ্রী নিতে ভুয়ো টোকেন দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। টোকেন দেওয়ার জন্য গ্রহীতার কাছ থেকে নেওয়া হচ্ছিল ২০ টাকা। ধুপগুড়ি খাদ্য সরবরাহ দপ্তরে এই ঘটনা। অভিযুক্তের নাম পবিত্র রায়।
ডিজিটাল রেশন কার্ডের জন্য যেসব গ্রাহক আবেদন করেছেন অথচ রেশন কার্ড পাননি তাদেরকে রেশন থেকে টোকেনের মাধ্যমে খাদ্য সামগ্রী দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রশাসনের তরফে ওই টোকেন দেওয়ার কথা থাকলেও এখনও শুরু হয়নি।
জানা গিয়েছে, দালাল গোছের ওই ব্যক্তি ভুয়ো টোকেন দিয়ে মানুষের কাছ থেকে ২০ টাকা করে নিচ্ছিল। কিছু গ্রাহক ওই টোকেন নিয়ে রেশনে খাদ্যসামগ্রী সংগ্রহ করতে গেলে ঘটনাটি প্রকাশ্যে আসে। প্রশাসনের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।