এইচ. এন. ডেস্ক, ১১ মার্চ: কৃষিজাত পণ্য পরিবহনে আর হয়রানি হতে হবে না। ১ এপ্রিল থেকে রাজ্যের কৃষি পণ্য চেকপোস্ট তুলে দেওয়া হবে। রাজ্যের ১০৯ টি চেকপোস্ট তুলে নেওয়া হবে। তবে চেকপোস্ট তুলে নেয়া হলেও যারা চাকরি করেন তাদের চাকরি যাবে না। বুধবার একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষিজাত পণ্য পরিবহণে গতি আনতে এই সিদ্ধান্ত।
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ১ এপ্রিল থেকে রাজ্যে ১০৯ টি চেকপোস্ট তুলে নেওয়া হচ্ছে। কৃষিজাত পণ্য পরিবহণে আর কোনও বাধা থাকবে না। এতে সমাজের একটা বড় অংশ স্বস্তি পাবে। রাজ্যের ২২টি মার্কেট রেগুলেটেড কমিটি এই সব চেকপোস্ট চালায়। এই চেকপোস্ট তুলে দেওয়ার ফলে রাজ্যের বছরে প্রায় ২০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে। তবে এই সব চেকপোস্টের কর্মীরা কাজ হারাবেন না। মোট ৬৫০ কর্মী রয়েছেন ওই চেকপোস্টে গুলিতে। সব কর্মীদের বিভিন্ন কৃষক মান্ডিতে কাজে লাগানো হবে।