Home দেশ ১৯ মে থেকে কয়েকটি রুটে বিমান পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে

১৯ মে থেকে কয়েকটি রুটে বিমান পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে

এইচ.এন.ডেস্ক, ১৩ মে: ১৯ মে থেকে কয়েকটি রুটে বিমান পরিষেবা চালুর প্রস্তুতি নিয়েছে এয়ার ইন্ডিয়া। এই বিশেষ বিমানগুলির বেশিরভাগই ছাড়বে দিল্লি, মুম্বই, হায়দরাবাদ এবং বেঙ্গালুরু থেকে। দিল্লি থেকে ১৭৩টি, মুম্বই থেকে ৪০টি, হায়দরাবাদ থেকে ২৫টি এবং বেঙ্গালুরু থেকে ১২টি এবং চেন্নাই থেকে একটি বিমান যাবে কোচি । এই ঘরোয়া পরিষেবায় মূলত দেশের বিভিন্ন স্থানে যারা আটকে পড়েছেন, তাঁদের ঘরে ফেরাতেই এই ব্যবস্থা। দিল্লি থেকে ওড়া বিমানগুলি যাবে জয়পুর, বেঙ্গালুরু, হায়দরাবাদ, অমৃতসর, কোচি, অহমদাবাদ, গয়া, লখনউ-সহ বেশ কয়েকটি শহরে। মুম্বই থেকে বেঙ্গলুরু, বিশাখাপত্তনম, কোচি, অহমদাবাদের মতো অনেক শহরেই এই বিশেষ বিমান যাবে। বিমান সফরের খরচ যাত্রীদের থেকেই নেওয়া হবে। তবে টিকিং বুকিং এখনও শুরু হয়নি বলে জানা গিয়েছে।