১৭ মের পর লকডাউনে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র

এইচ.এন.ডেস্ক, ১২ মে: ১৭ মের পর লকডাউন আরও বাড়বে। এমনই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ১৭ মে লকডাউনের মেয়াদ শেষ হওয়ার পর আরও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র।
সোমবার ভিডিয়ো বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, প্রথম লকডাউনে যে সিদ্ধান্তগুলি নেওয়ার প্রয়োজন হয়েছিল, দ্বিতীয় লকডাউনে প্রয়োজন পড়েনি। তেমনিই তৃতীয় লকডাউনের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়। যদিও কোন জ়োনে কতটা ছাড় তা রাজ্যের উপর ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন অধিকাংশ মুখ্যমন্ত্রী। তাই নিজেদের রাজ্যে করোনা পরিস্থিতি বিচার করে ১৫ মের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। তারপরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, করোনা সংক্রমণ ঠেকানো এবং অর্থনীতিকে চাঙ্গা করা দুটো কাজই সমান্তরাল ভাবে চালাতে হবে। সেইসঙ্গে জনজীবন আস্তে আস্তে স্বাভাবিকে নিয়ে আসা।