কলকাতা: বিভিন্ন রাজ্যে আটকে পড়া পশ্চিমবঙ্গের শ্রমিকদের আনতে ১০৫টি ট্রেন চালাবে রাজ্য। দিল্লি, কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, রাজস্থান, কেরল, গুজরাট ইত্যাদি রাজ্য থেকে শ্রমিকদের ফিরিয়ে আনতে ট্রেনগুলি চালানো হবে। ১৬ মে থেকে ১৪ জুন এই এক মাস ধরে উত্তরবঙ্গের মালদা টাউন, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি (ইসলামপুর) স্টেশন পর্যন্ত বিশেষ ট্রেন চলবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের হাওড়া, আসানসোল, খড়গপুর, দুর্গাপুর, কৃষ্ণনগর, বহরমপুর, ডানকুনি, বর্ধমান পর্যন্ত আলাদা ট্রেন চলবে।
লকডাউনের জেরে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন পশ্চিমবঙ্গের শ্রমিকরা। পরিস্থিতি বিবেচনা করে তাঁদের ফিরিয়ে আনার জন্য উদ্যোগী হয় রাজ্য সরকার। শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকার রেলমন্ত্রকের সঙ্গে আলোচনা করে ১০৫টি ট্রেনের ব্যবস্থা করেছে।