১৪ এপ্রিলের পর লকডাউন কি উঠে যাবে? শুরু হয়েছে জল্পনা

এইচ.এন. ডেস্ক, ৭ এপ্রিল: সারা দেশে চলছে লকডাউন। গত ২৩ মার্চ থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। তাহলে কি ১৪ এপ্রিলের পর লকডাউন উঠে যাবে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মধ্যে।
কেন্দ্রের মোদী সরকারের মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লকডাউন নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাড়িতে বিশেষ কিছু মন্ত্রীদের বৈঠক হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রকাশ জাভাদেকার, স্মৃতি ইরানি, হরদীপ পুরী, রামবিলাস পাশওয়ান, সুরেশ গাঙ্গোয়ার, পীযূষ গোয়ালসহ বেশকিছু গুরুত্বপূর্ণ মন্ত্রী বৈঠকে উপস্থিত ছিলেন৷ যদিও মোদী সরকার লকডাউন তুলে নেওয়া বা বৃদ্ধির বিষয়ে এখনও খোলাসা করেননি। আগামী এক সপ্তাহের করোনা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন লকডাউন তোলা হলে তা ধাপে ধাপে করাই শ্রেয় হবে।