হোয়াটসঅ্যাপে একবারে একজনের বেশি কাউকে মেসেজ করা যাবে না

এইচ.এন. ডেস্ক, ৭ এপ্রিল: করোনা নিয়ে ভুয়ো খবর এবং গুজব ছড়ানো রুখতে পদক্ষেপ নিল হোয়াটসঅ্যাপ। একবারে একজনের কাছে বেশি মেসেজ পাঠাতে পারবে না হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। লকডাউনের কারণে গৃহবন্দী মানুষ। বেড়েছে হোয়াটসঅ্যাপ ব্যবহার। ছড়িয়ে পড়ছে হুয় খবর। তাই এই পদক্ষেপ। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভুয়ো খবরের ছড়িয়ে পড়া রুখতে আগেই ব্যবস্থা নিয়েছে দেশের বিভিন্ন রাজ্যের প্রশাসন। সতর্ক করে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের গ্রুপকে।
করোনা ভাইরাসের প্রকোপে এখনও পর্যন্ত সারা বিশ্বে ৭৪ হাজার ৭৬৮ জনের মৃত্যু হয়েছে। তাই ভুয়ো খবর এবং মেসেজ রুখতে এখন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী তাঁর কাছে আসা কোনও মেসেজ একবারে একজনকেই পাঠাতে পারবেন। আজ মঙ্গলবার থেকে এই ব্যবস্থা কার্যকর হবে।