দক্ষিণ দিনাজপুর, ১৩ ফেব্রুয়ারি: হেরোইন সহ দুই যুবককে গ্রেপ্তার করে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার পুলিশ। শুক্রবার রাতে ওই মাদক সহ হাতেনাতে ধরা হয়। ধৃতরা হল সঞ্জিৎ রায় ওরফে মিঠু (২৯) এবং শংকর ভৌমিক (৩২)। প্রথম জনের বাড়ি করদহ বাজার এলাকায় এবং দ্বিতীয় জনের বাড়ি করদহ কাটাবাড়ি। ধৃতদের কাছ থেকে ১৮ পুড়িয়া হেরোইন উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে দুই যুবক মাদক বিক্রি করার জন্য ঘোরাঘুরি করছে। তপন থানার আইসি দীপোজ্জ্বল ভৌমিকের নেতৃত্বে অভিযানে নামে পুলিশ। ধৃতদের কাছ থেকে পুড়িয়া করা মোট ১১ গ্রাম হেরোইন উদ্ধার হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মাদক আইনে ( এনডিপিএস ) মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।