Home রাজ্য উত্তরবঙ্গ হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়

হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়

উত্তর দিনাজপুর, ১৩ জুলাই: উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। সোমবার সকালে রায়গঞ্জ থানার বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বালিয়াদিঘী গ্রামে একটি বন্ধ দোকানের বারান্দা থেকে তার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পরিবারের দাবি, বিধায়ককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরিবারসহ বিজেপির পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।
দেবেন্দ্রনাথবাবু কয়েকদিন আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এদিন মৃতদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। পুলিশের দাবি, মৃতের জামার পকেট থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে, যাতে দু’জনের নাম উল্লেখ রয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ যাবে।