Home রাজ্য উত্তরবঙ্গ হেমতাবাদের বিধায়কের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১ জন

হেমতাবাদের বিধায়কের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১ জন

উত্তর দিনাজপুর, ১৪ জুলাই: উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যমৃত্যুর ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিআইডি। ধৃতের নাম নিলয় সিংহ। তার বাড়ির মালদহ জেলার ইংলিশ বাজার থানা এলাকায়। আরও একজনকে খোঁজা হচ্ছে । তার নাম মামুদ আলি। বাড়ি মালদহ জেলার চাঁচল থানার সামসি এলাকায়। বিধায়কের পকেট থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটের সূত্র ধরে ওই ধরপাকড় চলছে বলে পুলিশের দাবি।
উল্লেখ্য, সোমবার সকালে রায়গঞ্জ থানার বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বালিয়াদিঘী গ্রামে একটি বন্ধ দোকানের বারান্দা থেকে বিধায়কের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বিধায়ককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরিবারসহ বিজেপির পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।
মঙ্গলবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিধায়কের ময়নাতদন্ত করা হয়। সেই রিপোর্ট অনুযায়ী, গলার দড়ির ফাঁসেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তে শরীরে আঘাতের কোনও চিহ্ন মেলেনি।তবে এখনও কেমিক্যাল পরীক্ষার রিপোর্ট হাতে আসেনি।
আজ সকালে কড়া পুলিশি পাহারায় বিধায়কের মৃতদেহ বিজেপির নেতৃত্বদের হাতে তুলে দেওয়া হয়। দলের উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে তাঁকে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক এবং জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ এলাকার বিজেপি নেতৃত্বরা। বিধায়ক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন বিজেপি। বিজেপির একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন।