Home রাজ্য উত্তরবঙ্গ হুলুস্থুল কাণ্ড উত্তরকন্যার সামনে, এল দমকল পুলিশ

হুলুস্থুল কাণ্ড উত্তরকন্যার সামনে, এল দমকল পুলিশ

শিলিগুড়ি, ১৩ এপ্রিল: সাত সকালে গাছের মাথায় উঠে বসল যুবক। হাতে রশি নিয়ে। তারপর গাছের ডালে রশি বেঁধে আত্মহত্যার হুমকি দিতে থাকে। ঘটনাস্থল শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি। উত্তরকন্যার সামনে মহানন্দা নদীর ঘাটে। এখানে একটি ডেউয়া গাছে উঠে পরে বিবাহিত যুবক। তার বাড়ি হলদিবাড়ি হলেও থাকে কামরাঙ্গাগুড়ি এলাকায়। এখানে তার শশুরবাড়ি। স্থানীয়দের থেকে জানাগেছে লকডাউনে স্ত্রীর সঙ্গে রাগারাগি করে এই নাটক শুরু করে। শ্বশুরবাড়িও ঝগড়া হয়। তারপর এদিন পাশেই একটি গাছে উঠে বসে।
কোনও অঘটন ঘটাতে পারে ভেবে ডাকা হয় পুলিশকে। সেই সঙ্গে দমকলকে। তারা তাড়াতাড়ি চলেও আসে। বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করে। তাতে শুনে না। স্থানীয়রাও বোঝান কিছুতেই সে নামছে না। উঠে যাচ্ছে গাছের আরও উপরে। দীর্ঘক্ষণ চেষ্টা চলে। অনেক বোঝানো হয়। শেষে দমকল ও পুলিশ কর্মীরা বোঝানোর দায়িত্ব নেয়। এই আশ্বাস পেয়ে শেষে গাছ থেকে নামে ওই যুবক। সে জানায় তার নাম শম্ভু রায়। বাড়ি হলদিবাড়ি। প্রেম করে বিয়ে করেছে। দুই বছর হল বিয়ে। মা সম্পর্ক মেনে নেয়নি। তাই শিলিগুড়ি এসে ভাড়া বাড়িতে থাকে। কিন্তু যুবকের অভিযোগ, ভাড়া বাড়িতে যায় না স্ত্রী। শশুরবাড়িতেই থাকে। এনিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য। তার জেরেই নিজেকে শেষ করে দেওয়ার ফন্দি আটে।

আসছে বিস্তারিত…