জলপাইগুড়ি, ১১ এপ্রিল: পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার এক যুবতীর পচাগলা মৃতদেহ। মৃতের নাম এনজেলা ওরাও (২৬)। শনিবার মালবাজার ব্লকের রাঙ্গামাটি চা বাগানের ২৬ নম্বর এলাকায় বাঁশঝাড়ের মধ্যে একটি পরিত্যক্ত কুয়ো থেকে মৃতদেহটি উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, ওই যুবতী হাসপাতালে সাফাই কর্মী ছিলেন। গত ২৬ মার্চ বাড়ি থেকে বের হয় কিন্তু ফিরে আসেনি। ওই পরিত্যক্ত কুয়ো জল নেই। আবর্জনা ফেলা হয়। এমনিতেই লকডাউন এর কারণে রাস্তাঘাট প্রায় শুনশান। এদিন দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয় বাসিন্দারা সেখানে গিয়ে দেখেন কুয়োর মধ্যে একটি মৃতদেহটি পড়ে রয়েছে। খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ও দমকল কর্মীরা গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।