জয়পুর, ২২ মার্চ: মেলার বিনোদন নিমিষেই বিষাদে। হাসতে হাসতে নিমিষেই কান্নার রোল। নাগর দোলনায় উঠে কেবল ছিঁড়ে মাটিতে পড়ল দোলনা। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের আজমেরে একটি মেলায়।
সূত্রের খবর, ওই মেলায় ঘূর্ণায়মান দোলনাটিতে বেশ কয়েকজন মানুষ বসে ছিলেন। সেই সময় হঠাৎই উপর থেকে মাটিতে পড়ে যায় দোলনাটি। তাতেই প্রায় ১৭ জন আহত হয়েছেন বলে খবর। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কীভাবে ঘটনাটি ঘটল, তা নিয়ে দোলনার মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে ২০২২ সালে ৪ সেপ্টেম্বরে মোহালিতে এই ধরনের ঘটনা ঘটেছিল। যেখানে প্রায় ১৬ জন মানুষ আহত হয়েছিলেন। অনেক ক্ষেত্রেই মেলার বিনোদনের এই জিনিসগুলো ঠিকমতো পরীক্ষা করা হয় না। তার পাশাপাশি ঠিকমতো সেটিং না হলে বিপদ বাড়ে।
এক্ষেত্রে কি হয়েছিল তার তদন্ত করছে পুলিশ।