কোচবিহার, ১৫ মার্চ: কোচবিহারের এক শিক্ষকের কাছ থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি উত্তরপত্র হারিয়ে গিয়েছিল। কোচবিহারের দেওচড়াই হাইস্কুলের শিক্ষক উৎপলবাবুর কাছে এবছরের মাধ্যমিকের ইংরেজির ৭৩টি উত্তরপত্র ছিল। শুক্রবার তিনি উত্তরপত্রগুলি দেখার পর মোটরবাইকে দিনহাটায় প্রধান পরীক্ষকের কাছে জমা দিতে যাচ্ছিলেন। কিন্তু পথে বাইক থেকে উত্তরপত্রগুলি পড়ে যায়। এরপর থেকে সেগুলির আর খোঁজ মিলছিল না। এই ঘটনায় শোরগোল পড়ে যায়। নড়েচড়ে বসে শিক্ষা দপ্তর। তদন্তে নামে পুলিশ। উত্তরপত্রগুলি খোঁজার উদ্দেশ্যে মাইকিং করা হয়।
অবশেষে রবিবার খোঁজ মিলল তুফানগঞ্জ থেকে হারিয়ে যাওয়া মাধ্যমিকের ইংরেজি উত্তরপত্রের। এদিন দেওচড়াইয়ের বাসিন্দা বাঞ্ছা সেন উত্তরপত্রগুলি খুঁজে পান। তিনি ব্যাগসহ উত্তরপত্র তুফানগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন। উত্তর পত্র গুলী খুঁজে পাওয়ায় স্বস্তি মিলল সব মহলের।