Home ফিচার হাত বাড়িতে দিলেই হ্যান্ডস্যাক করবেন না

হাত বাড়িতে দিলেই হ্যান্ডস্যাক করবেন না

এইচ এন ডেস্ক: কেউ হাত বাড়িয়ে দিলে নো হ্যান্ডস্যাক। চিনে এখন এমন সৌজন্যতা দেখায় না। ডাক্তাররা বলেন, হ্যান্ডসেক থেকে করোনা ভাইরাস ছড়ায়। তাই সাবান দিয়ে বার বার হাত ধোয়া, মুখ ঢেকে হাচি কাশি: করোনা ঠেকান। এমনই পরামর্শ অন্যদেশেও। ভিরভাট্টা এড়িয়ে চলুন।
করোনাভাইরাস এখন ছড়িয়ে পড়ছে অন্য দেশে বিশেষ করে চিনের প্রতিবেশী দেশগুলোতে ছড়াচ্ছে বার করো না চীন সীমান্ত লাগোয়া যে ১৪টি দেশ রয়েছে তারই একটি আফগানিস্তান। কম-বেশি ৭৬ কিলোমিটারের ছোট্ট সীমান্ত। উত্তর আফগানিস্তানের যে ছোট্ট একফালি জমি দেখা যায় সেটি চিন লাগোয়া। এতে মিশে রয়েছে আরও দুটি দেশ পাকিস্তান ও তাজিকিস্তান সীমান্ত। ইরাক ইরান করোনা ছড়িয়ে পড়ছে। আর এদিকে করোনার সংক্রমণ থেকে বাঁচতে চিকিৎসকদের পরামর্শ বারবার হাত ধুতে হবে। হাসি কাছে কাশি এড়িয়ে চলুন মাস্ক পড়ার চেষ্টা করুন। হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডস্যাক করবেন না।