Home Top News হাতে হাতে মোবাইল ফোন, তারপর বলছেন টাওয়ার চাই না

হাতে হাতে মোবাইল ফোন, তারপর বলছেন টাওয়ার চাই না

শিলিগুড়ি, ১৫ মার্চ: আবারও মোবাইল টাওয়ার বসানো নিয়ে আপত্তি। রীতিমতো এলাকার কিছু মানুষ রাস্তা অবরোধ করে বসল। তাদের কথা, টাওয়ার বসাতে দেবেন না। তাদের যুক্তি ঘনবসতি এলাকায় তৈরি হচ্ছে ফাইভ জি মোবাইল টাওয়ার। তাই প্রতিবাদে পথ অবরোধে সামিল গ্রামের মহিলারা।

বুধবার শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত শান্তিপাড়া এলাকায় ওই বাড়ির সামনে টাওয়ারের কাজ বন্ধ করার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।

তাদের দাবি অবিলম্বে সান্তিপাড়া থেকে ওই মোবাইল টাওয়ারটি অন্যত্রে সরাতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন এলাকাবাসীরা।
এবিষয়ে একাধিকবার গ্রামের পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হন তারা। তবে কোনরকম সুরাহা না হওয়ায় বুধবার ফের নিউ জলপাইগুড়ি থানায় স্মারকলিপি জমা দেন এলাকাবাসীদের একাংশ।
এ বিষয়ে ফুলবাড়ী ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা করাতিও বলেন। দেখি কি করা যায়।
মোবাইল ফোন ব্যবহার করেন। তারপরও এই এলাকার মানুষও বলেন, টাওয়ার চাইনা।
স্থানীয়দের অভিযোগ এই এলাকায় টাওয়ার বসানো হলে মোবাইলে রেডিয়েশন এর মাধ্যমে এলাকার মানুষের ক্ষতি হবে। তাই এই এলাকায় কোনো মতেই মোবাইল টাওয়ার তৈরি করতে দেওয়া যাবে না।
অন্যদিকে যে বাড়িতে এই টাওয়ার তৈরি হচ্ছে সেই বাড়ির মালিক বলেন আমি সমস্ত রকম অনুমতি নিয়েই এই টাওয়ার বসানোর কাজ শুরু করছি।
ইতিমধ্যেই কোম্পানিকে জানানো হয়েছে তারা বিষয়টি বিবেচনা করে দেখবেন।
প্রশাসনের তরফেও সমাধানের আশ্বাস দেওয়া হয় বলে জানান স্থানীয়রা।
তবে প্রশ্ন উঠছে টাওয়ার ছাড়া কি করে মোবাইল ফোন চলবে। এর জবাব দিতে চাইনি আন্দোলনকারীরা।