হাতে পায়ে ও কোমরে মোটা শেকলে বাঁধা, তাতে লাগানো তালা

ফুলবাড়ি, ১৩ মে: হাতপায়ে বাঁধা মোটা শেকল। তাতে লাগানো তালা। কোমরের বাঁধা রয়েছে। মোটা মোটা শেকল লাগানো অবস্থাতেই ওই ব্যক্তি চলে আসেন শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি বাইপাসে। সেখানে এলেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। লকডাউনে এভাবে কোথা থেকে এলেন তা নিয়েই জল্পনা শুরু হয়। মুখে মাস্ক লাগানো প্রায় ৬০ বছর বয়সী ওই লোকটিকে দেখে কানাঘুষা শুরু হয়। তাকে ঘিরে কৌতুহল জাগে। অনেকেই জানতে চান এই অবস্থা কেন?
ওই ব্যক্তি জানান তার নাম সিনেন্দু রায়। বাড়ি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের কুকুরজান গ্রামপঞ্চায়েত এলাকায়। বাড়িতে তার ছেলে গোপী রায় অত্যাচার করে। মারধর করে। সকল দিয়ে বেঁধে রাখে। তাই এদিন লুকিয়ে বাড়ি থেকে চলে আসে। জাতীয় সড়কের সামনে এসে দাঁড়ায়। সেখানে এক গাসেরবট্রাকে করে ফুলবাড়ির দিকে চলে আসে। যাবে তার কাকার বাড়ি।

কেন এমন তা জানার চেষ্টা চলছে।
আসছে বিস্তারিত…