জলপাইগুড়ি, ২২ নভেম্বর: হাতির আক্রমণে মৃত্যু হয় এক যুবকের। আহত আরও একজন। মেটেলি ব্লকের সোনাগাছি চা বাগানের বাটাইগোল ডিভিশনের জঙ্গল লাইনের ঘটনা। মৃতের নাম নীতেশ মারান্ডি (২৭)। আহত ব্যক্তির নাম মাংলা ওঁরাও (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে একটি দাঁতাল হাতি অতর্কিতে আক্রমণ করে নীতেশ মারান্ডিকে পিষে মারে। এছাড়া মাংলা ওরাও এর ঘর ভেঙে দেয় এবং মাংলা ওরাও এর পা জখম হয়। পরে হাতিটি বিধাননগরের ঝিরকাধুরা এলাকার দিকে চলে যায়। আহত ব্যক্তিকে মালবাজারের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।