রাজগঞ্জ, ১৮ মার্চ: নববধূ দুইদিন আগেই পা রেখেছেন শ্বশুর বাড়িতে। রাতে হাতি এসে ভেঙে দেয় ঘর। আতঙ্কে বাপের বাড়িতে ফিরে যাওয়ার উদ্যোগ নেয় নববধূ। বিপাকে পড়ে যান স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যরা। অবশেষে রেঞ্জ অফিসার আশ্বস্ত করেছেন নববধূকে। ঘটনাটি রাজগঞ্জের ললিতাবাড়ি এলাকায়।
জানা গিয়েছে, ললিতাবাড়ির বিশ্বজিৎ রায়ের সঙ্গে বিয়ে হয় হলদিবাড়ি এলাকার মিনতি রায়ের। মিনতি শ্বশুর বাড়িতে আসার পরের দিনই অর্থাৎ মঙ্গলবার রাতে বনের হাতি এসে হামলা চালায়। হাতির হামলায় ভেঙে গিয়েছে ঘর। এই ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন নববধূ। উদ্যোগ নেন বাপের বাড়ি ফিরে যাওয়ার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। ওই পরিবারকে কিছু ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি অনেকক্ষণ নববধূকে বোঝানোর চেষ্টা করেন। বন সংলগ্ন গ্রামগুলিতে মাঝেমধ্যেই হাতি হানা দেয়। এখানে এই ঘটনা অস্বাভাবিক কিছু নয়। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। অবশেষে আশ্বস্ত হন নববধূ। হাঁফ ছেড়ে বাঁচেন শ্বশুরবাড়ির লোক।