Home রাজ্য উত্তরবঙ্গ হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ মাছ

হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ মাছ

রাজগঞ্জ, ২৩ মার্চ: সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজগঞ্জে হাইব্রিড মাগুর মাছের চাষ করার অভিযোগ উঠেছে বহিরাগত দুই ব্যক্তির বিরুদ্ধে।  রাজগঞ্জের পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের গাছবাড়ি এলাকায় বেশ কয়েকটি পুকুরে হাইব্রিড মাগুর মাছের চাষ করছেন। ওই ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের গাছবাড়ি এলাকার এক ব্যক্তির কয়েক বিঘা জমি লিজ নিয়ে বেশ কয়েকটি পুকুর কেটে হাইব্রিড মাগুর মাছের চাষ করছেন বহিরাগত দুই ব্যক্তি। কুইন্টাল কুইন্টাল হাইব্রিড মাগুর মাছের চাষ করা হচ্ছে বলে অভিযোগ। ওই কাজের নিযুক্ত এক শ্রমিক জানায়, মালিক কাউকে মাছের ছবি তুলতে দিতে মানা করেছে। রনজিৎ ও সুজন নামে দুই ব্যক্তি তাদের মালিক বলে জানালেও তাদের পদবী বলতে পারেনি। রনজিৎকে ফোন করা হলে তিনি সাড়া দেননি। জমির মালিকের পরিবারের সদস্যদের বক্তব্য, অনেক জায়গায় হাইব্রিড মাগুর মাছের চাষ হচ্ছে বলেই বাজারে পাওয়া যাচ্ছে। তাই তাদের পুকুরে ওই মাছের চাষে কোনও অন্যায় দেখছেন না।
গ্রাম পঞ্চায়েত প্রধান অলপ রায় বলেন, রুই, কাতল সহ দেশি মাছের চাষ করার জন্য এনওসি চেয়ে আবেদন করেছিল। সেই আবেদনের ভিত্তিতে এনওসি দেওয়া হয়েছে। কিন্তু পরে জানতে পারেন হাইব্রিড মাগুর মাছের চাষ করা হচ্ছে। তাই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় পঞ্চায়েত সদস্য হিমানী মন্ডলের স্বামী বিকাশ মণ্ডল বলেন, হাইব্রিড মাগুর মাছ চাষ করা হচ্ছে বলে এলাকার অনেকেই আপত্তি তুলেছেন। তাই তিনিও চান ওই মাছের চাষ বন্ধ করা হোক। ওই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিজেপির রাজগঞ্জ ব্লকের সভাপতি নিতাই মন্ডলের অভিযোগ, শাসক দলের স্থানীয় নেতাদের ও পুলিশের মদত না থাকলে কেউ অবৈধভাবে ওই মাছ চাষ করতে সাহস পাওয়ার কথা না। তাই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।