Home দেশ হরিদ্বারে আটকে প্রায় ৭০০ বাঙালি তীর্থযাত্রী

হরিদ্বারে আটকে প্রায় ৭০০ বাঙালি তীর্থযাত্রী

এইচ.এন.ডেস্ক, ১০ মে: লকডাউনে হরিদ্বারে আটকে আছেন প্রায় ৭০০ তীর্থযাত্রী। বাড়ি ফেরার উপায় নেই। প্রায় দেড় মাস হরিদ্বারে ৭০০ বাঙালি তীর্থযাত্রী আটকে থাকলেও উত্তরপ্রদেশ প্রশাসন ওই তীর্থযাত্রীদের বাড়ি পাঠানোর কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ।
এদিকে তীর্থযাত্রীদের সঙ্গে থাকা টাকা-পয়সাও শেষ হয়ে গিয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন। কিন্তু তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হবে কিনা, এতদিনে কেউ সেই আশার বাণী শোনাতে পারেননি। এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন মহলে যোগাযোগ করেও সাড়া হয়নি। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে তাদের একটাই আর্জি, বাড়ি যাওয়ার ব্যবস্থা করুন।