মুম্বই, ৩০ এপ্রিল: ফের শোকের ছায়া। আজ বৃহস্পতিবার মারা গেলেন অভিনেতা ঋষি কপূর। আজ মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। ক্যানসারে আক্রান্ত ঋষিকে শ্বাসকষ্টের কারণে গতকাল হাসপাতালে ভর্তি করতে হয়। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র জগতে। বুধবারই প্রয়াত হন ইরফান খান। আজ আবার ঋষি কাপুর।