স্বাস্থ্য আধিকারিককের ব্যবহারে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখান নার্স ও স্বাস্থ্য কর্মীরা

রাজগঞ্জ, ৩০ জুলাই: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ব্লক স্বাস্থ্য আধিকারিককের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ তুলে তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখান নার্স ও স্বাস্থ্যকর্মীরা। শনিবার রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে তার অফিস ঘরে ঘেরাও করা হয় হয়। এদিন অধিকাংশ নার্স ও স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভে সামিল হয়। তাদের অভিযোগ, বিএমওএইচ ডা: অংকুর দাসকর্মকার কিছুদিন থেকে স্বাস্থ্যকর্মীদের মানসিক অত্যাচার করছেন। পাশাপাশি এদিন দেবাণী বসু নামে এক নার্সকে শোকজ করেন।
দেবাণী বসু নামে এক নার্স বলেন, ৪ মাস থেকে বিএমওএইচ আমাকে মানসিক অত্যাচার করছেন। তার ব্যবহারে মানসিকভাবে ভেঙে পড়েছি। এদিন আমার এক আত্মীয় মারা যাওয়ায় হাসপাতালে আসতে একটু দেরি হয়। কিন্তু তা না শুনে আমাকে শোকজ করেন। শুধু আমার সঙ্গে নয়, অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে একই ব্যবহার করছেন। আরেক স্বাস্থ্যকর্মী চিত্রা দে সরকার বলেন, কেউ যে পদেই কাজ করুক না কেন সবার মৌলিক অধিকার রয়েছে। কিন্তু বিএমওএইচ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে রুষ্ঠ ব্যবহার করেন। দীর্ঘক্ষণ ঘেরাওয়ের পর বিএমওএইচ ও স্বাস্থ্য কর্মীরা উভয়ে ভালো ব্যবহার করবেন বলে একে অপরকে আশ্বস্ত করেন।
এ বিষয়ে বিএমওএইচ ডা: অংকুর দাসকর্মকার বলেন, একজন নার্স দেরি করে এসেছেন বলে তাকেশোকজ হয়েছে। এছাড়া স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কিছু ভুল বুঝাবুঝি চলছিল সেটা নিয়ে আলোচনা হয়। আশাকরি আগামীতে সবাই বন্ধুত্বপূর্ণ ব্যবহারের মধ্যে কাজ করবে।