Home রাজ্য উত্তরবঙ্গ স্বনির্ভর দলের মিটিংয়ে যায়! তারপর আর বাড়ি ফেরেনি

স্বনির্ভর দলের মিটিংয়ে যায়! তারপর আর বাড়ি ফেরেনি

জলপাইগুড়ি, ১১ মার্চ: হোলির আগের দিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল গৃহবধূ।জলপাইগুড়ির উকিলপাড়ার বাসিন্দা ওই গৃহবধূ বাড়ি থেকে বলে গিয়েছিল স্বনির্ভর দলের মিটিং আছে। সেখানে যাচ্ছি। কিন্তু তারপর আর বাড়ি ফিরে আসেনি। সকাল গড়িয়ে দুপুর তারপরে রাত হয়ে গেল। বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের লোকজন। তারপর খোঁজাখুঁজি শুরু করেন তারা। কিন্তু কোথাও খুঁজে না পেয়ে শেষে পুলিশের দ্বারস্থ হন। গত ৮ মার্চ এই ঘটনা ঘটে। পরের দিন অর্থাৎ ৯ মার্চ জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ জানান। পুলিশের কাছে ওই বধূর স্বামী সুশান্ত বসু জানিয়েছেন, তার স্ত্রী মামণির বয়স ৩২ বছর। কিন্তু হঠাৎ করে সে নিখোঁজ হয়ে যায়। এই ঘটনায় রহস্যর গন্ধ পাচ্ছেন পরিজনেরা। স্বনির্ভর দলের বৈঠকের নাম করে হোলির আগে এভাবে চলে যাওয়ায় চিন্তিত তারা। এবার পুলিশের দ্বারস্থ হয়ে বধূর খুঁজে দেওয়ার আর্জি জানিয়েছেন।
পাশাপাশি বিভিন্ন জনের কাছে বার্তা দিয়েছেন, যাতে কেউ কোথাও দেখে থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।