স্নান করতে গিয়ে জলে ডু*বে তিন নাবালকের মৃ*ত্যু

মালদা, ২১ অক্টোবর: মহানন্দা নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল তিন নাবালকের। মালদার রতুয়া ২ নম্বর ব্লকের পুখুরিয়া থানার টেকনাঘাট এলাকায়। মৃত তিন কিশোরের নাম বিশ্বজিৎ চৌধুরী, আদিত্য চৌধুরী ও সত্যজিৎ চৌধুরী। তিনজনই সম্পর্কে কাকাতো ও জ্যাঠতুতো ভাই। রবিবার ওই ঘটনায় গভীর শোকের ছায়া বিরাজ করেছে এলাকায়। সোমবার বিকাল নাগাদ শোকাহত পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সী।উল্লেখ্য, গতকাল ছয় বন্ধু মিলে বাড়ি থেকে কিছুটা দূরে মহানন্দা নদীর টেকনা ঘাটে স্নান করতে গিয়েছিল। কিন্তু স্নান করার সময় তিন বন্ধু আগেই বাড়ি ফিরে আসে। এরপর বাকি তিনজন মিলে স্নান করছিল। তখনই হঠাৎ করে তিনজন জলে তলিয়ে যায় বলে খবর। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নদী ঘাটে ভিড় জমতে শুরু করে স্থানীয়রা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে জাল ফেলে উদ্ধার কার্য শুরু করেন। অবশেষে বিকেল নাগাদ তিনজনের নিথর দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। আজ বিকাল নাগাদ শোকাগ্রস্ত পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী। তিনি পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।