Home রাজ্য উত্তরবঙ্গ স্ত্রী ও পুত্রকে খুঁজে পেতে স্কুলে বন্দুক নিয়ে হাজির এক ব্যক্তি

স্ত্রী ও পুত্রকে খুঁজে পেতে স্কুলে বন্দুক নিয়ে হাজির এক ব্যক্তি

মালদা: বন্দুক নিয়ে স্কুলের শ্রেণী কক্ষে ঢুকে পড়ে এক ব্যক্তি। তার কাছে ছিল পেট্রোল বোমা, ইলেকট্রিক বোমা ও চাকু। স্কুলঘরে ঢুকে টেবিলে পেট্রোল বোমা রেখে পড়ুয়াদের দিকে বন্দুক তাক করে শাসাতে থাকে ওই ব্যক্তি। বুধবার মালদার মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে ওই ঘটনা হলেও পড়ুয়াদের আতঙ্ক কাটেনি। বন্দুক উঁচিয়ে পড়ুয়াদের কার্যত পণবন্দি করে ফেলে। কিন্তু কেউ সাহস করে ওই ব্যক্তিকে নিরস্ত্র করতে পারছিলেন না। বন্দুক উঁচিয়ে চিৎকার করে বলতে থাকে, দুষ্কৃতীরা আমার স্ত্রী ও ছেলেকে এক বছর আগে তুলে নিয়ে গিয়েছে। বারবার বিভিন্ন মহলের নালিশ জানিও কেউ কোনও ব্যবস্থা করেনি। তাই বাধ্য হয়ে এমন করতে হচ্ছে। খবর পেয়ে বুলেটপ্রুফ জ্যাকেট পড়ে ঘটনাস্থলে পৌঁছান মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ডিএসপি ( ডি অ্যান্ড টি ) আজহারউদ্দিন খান সহ বিশাল পুলিশ বাহিনী। অবশেষে সাংবাদিক সেজে ওই পিস্তলধারীকে কব্জা করেন ডিএসপি।
জানা গিয়েছে, মালদার ওই ব্যক্তির নাম দেব বল্লভ ( ৪৮ )। তার স্ত্রী রীতা বল্লভ গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রায় এক বছর থেকে তার স্ত্রী ও ছেলের খোঁজ পাচ্ছেন না। বিভিন্ন মহলে নালিশ করেও সুফল মেলেনি। গোটা বিষয় খতিয়ে দেখছে পুলিশ।