Home রাজ্য উত্তরবঙ্গ স্কুল থেকে মিড-ডে মিল পাচারের পথে হাতেনাতে পাকড়াও

স্কুল থেকে মিড-ডে মিল পাচারের পথে হাতেনাতে পাকড়াও

রাজগঞ্জ, ২৭ জানুয়ারিঃ রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাই স্কুল থেকে প্রায় তিন বছর ধরে মিড-ডে মিলের চাল পাচার হচ্ছিল। সোমবার হাতেনাতে ধরে ফেলেন বাসিন্দারা। অভিযোগের আঙুল উঠেছে রান্নার দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর দিকে। মিড-ডে মিলের চাল, ডাল, তেল, ডিম, কাঁচা সবজি ও মশলা পাচার হচ্ছে বলে অভিযোগ ।
স্থানীয় বাসিন্দারা বলেন, এদিন তাদের নজরে পড়ে স্কুলের সীমানা প্রাচীরের উপর দিয়ে মিড-ডে মিলের চাল পাচার করে নিয়ে যাচ্ছে । সঙ্গে সঙ্গে আশপাশের কয়েক জনকে নিয়ে হাতেনাতে ধরে ফেলা হয় । বিষয়টি চাউর হতেই স্কুলের শিক্ষকরা রাজগঞ্জ থানার পুলিশ ছুটে আসে । বাসিন্দারা বলেন, মিড-ডে মিলের জন্য বরাদ্দ চাল ও অন্যান্য সামগ্রী কয়েক বছর থেকে পাচার হচ্ছে । বিষয়টি আগেও স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে । এর একটা বিহিত হওয়া দরকার । এদিন পুলিশ স্থানীয় গোপাল পালের বাড়ি থেকে মিড-ডে মিলের কিছু চাল ও রান্নার সামগ্রী উদ্ধার করে । গোপাল পাল বলেন, ৩ – ৪ বছর থেকে মিড-ডে মিলের চাল ও রান্নার অন্যান্য সামগ্রী স্কুল থেকে পাচার করে আমার বাড়িতে রাখছে ওই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা । পরে স্বনির্ভর দলের দশ জন সদস্য ভাগ করে নিয়ে যেতেন । রান্নার দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বলেন, আগে মিড-ডে মিল পাচার করা হয়নি । এদিন প্রথম নেওয়া হয়েছিল ।
স্কুলের প্রধান শিক্ষক ভুপেন্দ্র নাথ বলেন, এলাকার বাসিন্দারা মিড-ডে মিল পাচারের অভিযোগ জানিয়েছিলেন । তারা স্বনির্ভর গোষ্ঠী বদল করার দাবি করেছিলেন । বিষয়টি বিডিও অফিসে জানানো হয়েছিল । নজর রাখার জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল । সেই সিসিটিভি ক্যামেরা কে বা কারা ভেঙ্গে ফেলেছে । বিষয়টি নিয়ে পরিচালন সমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে । ওই স্বনির্ভর গোষ্ঠীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন রাজগঞ্জের বিডিও এন সি শেরপা।