Home রাজ্য উত্তরবঙ্গ স্কুলের লোগোতে “জাতীয়” ফুল, প্রতিবাদে তৃণমূল

স্কুলের লোগোতে “জাতীয়” ফুল, প্রতিবাদে তৃণমূল

শিলিগুড়ি, ২৩ নভেম্বর: শিলিগুড়িতে একটি “ফুল” নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শিলিগুড়ি বয়েজ প্রাইমারি স্কুলের লোগোতে রয়েছে ভারতের জাতীয় ফুল “পদ্ম’র ছবি। স্কুল পড়ুয়াদের ইউনিফর্মে যে লোগো লাগানো রয়েছে তাতে পদ্মর ছবি রয়েছে। আর এনিয়েই শুরু হয়েছে কার্যত গন্ডগোল। তৃণমূলের পক্ষ থেকে শনিবার ওই স্কুলে গিয়ে ঘেরাও কর্মসূচি নেওয়া হয়। প্রতিবাদ জানিয়ে স্কুলের টিএইসিকে স্মারকলিপি দেওয়া হয়। তৃণমূলের শিক্ষক সংগঠনের পাশাপাশি জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকার ওই বিক্ষোভে নেতৃত্ব দেন তিনি বলেন, “এই স্কুলে এই বিজেপির প্রতীক নিয়ে রাজনীতি করছেন টিআইসি। তিনি বামপন্থী মনোভাপাপন্ন। ইচ্ছাকৃতভাবে স্কুলের টিআইসি বিজেপির প্রতীক ব্যবহার করে আরএসএস কার্যকলাপ করছেন।” বিষয়টি তৃণমূলের পক্ষ থেকে পর্যটনমন্ত্রী গৌতম দেবকে জানানো হয়েছে।পাশাপাশি শিক্ষা দপ্তরকেও জানানো হয়েছে। রঞ্জনবাবু আরো বলেন, “অনেক ফুল থাকতে এই পদ্মফুল কেন?” যদিও ওই স্কুলের টিএসসি বলেন, “অন্য কোনভাবে নয়, ভারতের জাতীয় ফুল পদ্ম বলেই লোগোতে ওই ছবি রাখা হয়েছে। আমি তাদের কথা শুনলাম। আমার স্কুল শিক্ষা দপ্তরকে জানিয়ে দেব।” বিজেপি’র শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ রায়চৌধুরী এর তীব্র প্রতিবাদ করেছেন। তিনি বলেন, “ভারতের জাতীয় ফুলও ছাড়ছে না ওরা। নীল সাদা রঙে সাজিয়ে দিয়েছে স্কুল, সরকারি দপ্তর, রাস্তাঘাট। সব কিছু। সেখানে রাজনীতি নেই। অথচ ভারতের জাতীয় ফুলকে লোগো করাতেই তাদের এত চিন্তা।”
এদিকে এই পদ্মফুল নিয়ে রাজনীতি শুরু হওয়াতেও বিভিন্ন মহল থেকে উঠছে প্রশ্ন। অনেকে পদ্মফুল দেওয়ার পিছনে কোন দোষ খুঁজে পাচ্ছেন না। আর অনেকে বলছেন, এটা নাকি বিজেপির প্রতীক।