স্কুলের আলমারির নিচ থেকে উদ্ধার মদের বোতল!

মালদা, ১১ নভেম্বর : স্কুলের আলমারির নিচ থেকে উদ্ধার হল মদের বোতল। প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে এমন ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে মালদায়। ‌রাজ্য সরকারের বরাদ্দ বহু ছাত্রদের ট্যাব কেনার টাকা উধাও। মালদার বহু ছাত্রের টাকা গায়েব হয়ে গিয়েছে। ঠিক যে সময় স্কুলে তদন্তে রয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কনুয়া ভবানীপুর হাই স্কুলের ৩৪ জন পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকে গেছিল অন্য একাউন্টে। অভিযোগ উঠেছিল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মহকুমা শাসক এবং স্কুল পরিদর্শক আসেন তদন্তে। তখন বিক্ষোভ দেখান জোট পরিচালিত পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। কাঠগড়ায় দাড় করান প্রধান শিক্ষককে। তারপর তদন্ত চলাকালীন ঘটে এই ঘটনা।স্কুলের অফিস ঘরের পাশে একটি আলমারির তল থেকে উদ্ধার হয় মদের বোতল। সেই ছবি ধরা পরে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। তারপরেই ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা। অন্যদিকে তদন্তের পর প্রধান শিক্ষককে তলব করেছে প্রশাসন। তবে তদন্ত নিয়ে মুখ খুলতে নারাজ প্রশাসনিক আধিকারিকরা। এব্যাপারে প্রধান শিক্ষক রাজা রায় চৌধুরী কোন মন্তব্যই করতে চাননি। স্কুলের আরেক সহ শিক্ষক যিনি তৃণমূল পরিচালিত চাঁচল ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তিনি রীতিমতো তেড়ে আসেন সংবাদ মাধ্যমের দিকে। সমগ্র ঘটনায় চরম অস্বস্তিতে প্রশাসন।